এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের আশ্বস্ত করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সমন্বয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সাথে শেষ করার তাগিদ দেন ডা. মো. রফিকুল ইসলাম।
বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক আক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ জানান। একইসাথে সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে বলে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং এইসব ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আফজাল হোসেন, ডা.জাহিদুল কবির, ডা. সায়েম ফয়েজি, ডা. ইউসুফ শিবলি, ডা. সাইফুল আলম বাদশা, ডা. ম্যাব খান মামুনসহ অন্যান্য নেতারা।