দেশে এখন
0

সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ

চ্যালেঞ্জ নয় নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছে নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

আজ (সোমবার, ২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আগারগাঁও ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করে নব গঠিত নির্বাচন কমিশন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অংশ নেন অন্য চার নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন সচিব থেকে শুরু করে ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিল।

বৈঠকে কর্মকর্তাদের সাচিবিক দায়িত্বের ব্যাপারে খোঁজ খবর নেন নতুন নির্বাচন কমিশনাররা। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া ও বিধিবিধানের বিষয়ে কমিশনারদের অবহিত করেন ইসি কর্মকর্তারা। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সাথে কথা বলেন। ভালো নির্বাচন দেয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

ইএ