অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন বন্ধের প্রতিবাদে গত কয়েকদিনে ধরেই রাজধানীর সড়কে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে এসব বাহনের চালকেরা। এমন প্রেক্ষাপটে শনিবার (২৩ নভেম্বর) আদালতের রায় প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেয় রিকশা ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
সেই ধারাবাহিকতার আজ (রোববার, ২৪ নভেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে ব্যাটারিচালিত রিকশা চালকসহ তাদেরকে সমর্থনকারীরা। এসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিলে নিয়ে জড়ো হতে থাকেন তারা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন তাদের দাবি দাওয়া।
এক পর্যায় প্রেসক্লাবের প্রধান ফটক অতিক্রম করে মূল সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আদালতের রায় প্রত্যাহার না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন রিকশা ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। শুধু তাই না, দাবি করেন যৌক্তিক রুট পারমিটসহ চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের।
পরে প্রেসক্লাব ছেড়ে আন্দোলনকারীরা জাতীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।
প্রেসক্লাব, শহীদ মিনার ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকশা চালকসহ তাদের সমর্থনকারীরা। এর ফলে তৈরি তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
রিকশা ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচিকে সমর্থন করে গান পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। এছাড়া সিপিবির নেতা কর্মীরাও এতে অংশ নিতে দেখা যায়।