জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৩০-৩১ ডিসেম্বর

জাতীয় প্রেস ক্লাব
জাতীয় প্রেস ক্লাব | ছবি: সংগৃহীত
0

জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ক্লাবের মিলনায়তনে সাধারণ সভা শুরু হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টায়। আর ভোটগ্রহণ হবে ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্লাব ব্যবস্থাপনা কমিটির ১১ নভেম্বরের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সভায় আগামী দুই বছর মেয়াদি নির্বাচনের জন্য একটি ৭ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে এম এ এম শওকত হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ ও আ বা ম ছালাউদ্দিন।

আরও পড়ুন:

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, স্থায়ী সদস্যদের মধ্যে যারা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন, কেবল তারাই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এজন্য চাঁদা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। ৩০ নভেম্বর ভোটার তালিকা নোটিশ বোর্ডে টানানো হবে।

এ ছাড়া যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের নভেম্বর ২০২৫ পর্যন্ত সব ধরনের চাঁদা ও বকেয়া পরিশোধ বাধ্যতামূলক। ক্লাব গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারায় বলা আছে—মনোনয়নের পূর্ববর্তী মাস পর্যন্ত সব বকেয়া পরিষ্কার না থাকলে কেউ মনোনয়ন পাওয়ার যোগ্য হবেন না।

ইএ