ইবতেদায়ী শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের জলকামান ব্যবহার
শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের জলকামান ব্যবহার | ছবি: সংগৃহীত
0

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে সচিবালয়ে অভিমুখে রওনা দেন।

পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকদের হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

পরে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান করেন। পরিস্থিতি অল্প সময়ে নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে রমনা বিভাগে পুলিশের উপ কমিশনার মাসুদ আলম বলেন, শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবে না পুলিশ। তবে সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে।

ইএ