স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ডু অর ডাই’ শীর্ষক এ কর্মসূচি দমনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার।
রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীরা যেন ঢুকতেই না পারে, সে লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ ভ্যান, বিক্ষোভকারীদের গ্রেপ্তারের পর কোথায় রাখা হবে- সেসব সিদ্ধান্তও আগেই নেয়া হয়েছে।
গেল কয়েকমাসে একাধিকবার রাজধানীতে বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে পিটিআই সমর্থকরা। ২৪ নভেম্বর পূর্বঘোষিত আন্দোলন ঠেকাতে দুই মাসের জন্য রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয় সম্প্রতি।
নিরাপত্তা বাহিনীর আট হাজার অতিরিক্ত সদস্য মোতায়েনের অনুরোধ করেছে ইসলামাবাদ প্রশাসন। অদূরে পাঞ্জাব প্রদেশেও রোববার থেকে তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি আছে, মোতায়েন রয়েছে প্রায় ১১ হাজার নিরাপত্তা কর্মকর্তা।