আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। পাঁচ বছর তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়মের অভিযোগের তদন্ত শেষ করা না হলেও অবশেষে তারা পদত্যাগ করেন।
এতে বলা হয়, সংবিধানের ৯৬ (৪) এর অনুচ্ছেদ অনুযায়ী এই তিনজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা উল হক ও বিচারপতি একেএম জহিরুর হককে বিরুদ্ধে দুর্নীতি ও অপেশাদার আচরণের কারণে ২০১৯ সালের আগস্টে বিচারকাজ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর থেকে তাদের আর বিচারিক ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়নি।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ২০০৪ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। আর ২০১০ সালে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি জহিরুল হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
২০১৯ সালে তিন বিচারপতির রায় পরিবর্তন করে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের বিচাররিক ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠানো হয়। দীর্ঘ পাঁচ বছর পর তিন বিচারপতি নিজেরাই পদত্যাগ করেন।