ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

পাকিস্তানকে হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা বাবর আজম। ওয়ানডাউনে নামা হাসিবুল্লাহ খান ২৪ রান করলেও বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। যে কারণে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পারেনি পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ওপেনিংয়ে নামা ম্যাথিউ শর্ট আর জ্যাক ফ্রেজার তেমন সুবিধা না করতে পারলেও সফল ছিলেন মার্কাস স্টয়নিস। ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাকে সঙ্গ দেয়া ইংলিশ ২৭ রানে আউট হলেও ৭ রানে অপরাজিত ছিলেন টিম ডেভিড।

বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্টয়নিস।

এসএস