সচিবালয়ে আহতদের সাথে দীর্ঘ বৈঠক শেষে এ কথা জানান তিনি। বুধবারে রাতে আন্দোলনরত আহত শিক্ষার্থীদের নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা।
বৈঠকে অংশ নেন শতাধিক আহত শিক্ষার্থী। উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরজাহান আক্তার, শারমিন মুর্শিদ, ফরিদা আখতার, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, আহতদের সেবা দেয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।
১৭ নভেম্বরের পর একটি সাপোর্ট সেন্টার করা হবে তাদের জন্য। এটিসহ গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় থাকবে ফার্স্ট ট্র্যাক সার্ভিস।
জুলাই অভ্যুত্থানে আহত সবার সাথে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেয়া হবে জানিয়ে সায়েদুর রহমান আরো বলেন, 'সারাদেশে সব সরকারি হাসপাতালে নির্ধারিত শয্যা থাকবে আন্দোলনে আহতদের জন্য।'