অভিযান শেষে তিনি বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে। তারাই ধারাবাহিকতায় উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।’
এ সময় পলিথিন তৈরির কাঁচামাল ও পলিথিন ১ হাজার ৮০০ কেজি জব্দ করা হয়েছে এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।