উপদেষ্টা বলেন, ‘বেসরকারি খাতে ১৩৪ জনকে ১০ লাখ ৭২ হাজার টন আমদানির অনুমতি দেয়া হয়েছে।’
মিল মালিকদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সে ব্যাপারে সরকার সচেষ্ট বলেও জানান তিনি। পাশাপাশি চাল আমদানির ওপর জিরো ট্যারিফ ও বাম্পার উৎপাদনের কারণে চালের দাম শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলেও জানান উপদেষ্টা। বর্তমানে দেশে চাল-গমসহ ১২ লাখ টন খাদ্য মজুদ আছে বলেও জানান তিনি।