দাম বাড়ায় ২ লাখ টন চাল কিনবে সরকার

চালের বাজার
চালের বাজার | ছবি: এখন টিভি
2

বাজার নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১০ই মার্চের মধ্যে এই চাল আমদানি করে বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানা যায়।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সরু চালের বাজারদর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের দাম আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের দামের প্রভাব পড়তে পারে অন্যান্য চালের বাজারেও। এতে বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে নির্ধারিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সিদ্ধ চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, আমদানিকৃত চাল আগামী ১০ মার্চের মধ্যে দেশে এনে বাজারজাত করতে হবে। একইসঙ্গে আমদানির পরিমাণ, গুদামজাতকরণ ও বাজারজাতের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। অফিস আদেশে আরও বলা হয়, বরাদ্দের অতিরিক্ত কোনো ইমপোর্ট পারমিট ইস্যু করা যাবে না। আমদানিকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃ প্যাকেটজাত করা যাবে না এবং চাল বিক্রি করতে হবে আমদানিকৃত বস্তায়।

এএম