জাতিসংঘ জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর আহ্বান জানিয়ে ইতালির রাষ্ট্রপ্রধান আরও জানান, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আফ্রিকার দেশগুলোতে চার বিলিয়ন ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া গ্রিন ক্লাইমেট বা লস অ্যান্ড ড্যামেজের মতো তহবিলে অর্থ সহায়তা বাড়াতে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান জর্জিয়া মেলোনি।
এদিকে কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া অনুন্নত ও পিছিয়ে জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও জোটের সহযোগিতা চেয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি।
এছাড়াও জলবায়ু রক্ষায় উন্নত রাষ্ট্রগুলোকে এই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছে চীন। আর সাম্প্রতিক বন্যার উদাহরণ দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ বলেন, ‘দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও মহামারি প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়ানোর সংস্কৃতি চালু করতে হবে।’