এর মাধ্যমে বাসায় থাকা বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণের পাশাপাশি, সিরির সঙ্গে যোগাযোগ এবং ভিডিও কনফারেন্স করা যাবে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ট্যাবলেটটি চতুর্ভুজাকার আইপ্যাডের মতো হতে পারে এবং ৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এ ডিভাইসে একটা ক্যামেরা, ইন্টারনাল স্পিকার ও বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারিও থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গুরম্যানের সূত্রের তথ্যানুযায়ী, আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে নতুন ডিভাইস বাজারজাতের বিষয়ে ঘোষণা দিতে পারে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট। বাজারে আসার পর কোম্পানির পক্ষ থেকে তিন বছরের জন্য আপডেট দেয়া হবে বলেও জানা গেছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিভাইসের বৈশিষ্ট্য অনেকটা গুগলের হোম হাবের মতো। ২০১৮ সালে হোম হাব প্রথম প্রকাশ্যে আসে।
তবে তাদের অভিমত, বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অ্যাপলকে স্মার্ট হোম স্পেসে ভালো কিছু সুবিধা দিতে হবে। ফলে এর মাধ্যমে গ্রাহকের কাছে কোম্পানি ভালোভাবে জায়গা করে নিতে পারবে।