এশিয়া
বিদেশে এখন
0

চীনে পথচারীদের ওপর গাড়ি: নিহত ৩৫, আহত অর্ধশতাধিক

চীনের দক্ষিণাঞ্চলে একটি স্পোর্টস সেন্টারের বাইরে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক।

সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় রাতে চীনের দক্ষিণাঞ্চলে একটি স্পোর্টস সেন্টারের বাইরে এ ঘটনা ঘটলেও, এতে এত হতাহতের বিষয়টি মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশ করে জুহাই পুলিশ।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় জুহাই সিটির জুহাই স্পোর্টস সেন্টারের বাইরে বার্ষিক 'এয়ার শো' চলা অবস্থায় হঠাৎ পথচারীদের ওপর অতর্কিত গাড়ি তুলে দেন এর চালক। এসময় গাড়িটি নিয়ন্ত্রণহীনভাবে পথচারী ও দর্শনার্থীদের চাপা দিলে, চাকার নিচে পিষ্ট হন বহু মানুষ।

পরে পুলিশের হস্তক্ষেপে গাড়িটি আটক করে এর চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স ৬২ বছর হলেও, তার নাম জানা যায়নি। পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কি না সে বিষয়ে কিছু জানায়নি জুহাই পুলিশ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর