ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজ হারলেও ব্যাটারদের উন্নতি: হাবিবুল বাশার

আফগানিস্তান বিপক্ষে সিরিজ হারলেও ব্যাটারদের উন্নতি হয়েছে বলে জানান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। জানান, শেষ ম্যাচ জয় আফগান ব্যাটারদের কৃতিত্ব, পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে তারা। তবে উইকেট বিবেচনায় টাইগারদের পেস বোলারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল মনে করেন সাবেক এই অধিনায়ক।

কানপুর থেকে মিরপুর হয়ে শারজায়। কোথাও বাংলার ক্রিকেট পায়নি সাফল্যের দেখা। পোশাক বদলালেও পরিবর্তন হয়নি পারফরম্যান্সের। হারের বৃত্তের ঘোরপাক শান্ত-মিরাজরা।

দেশের ক্রিকেটে যখন এমন হতশ্রী অবস্থা সেই সময়ে আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে জয় মাত্র একটা। সাবেক অধিনায়কের সেখানেই যেনো সুখ খোঁজার চেষ্টা ।

হাবিবুল বাশার বলেন, 'তিনটি ম্যাচেই কিন্তু বাংলাদেশের জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বরং প্রথম ম্যাচে বেশি জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল। গত ম্যাচে আমি মনে করি আফগানরা খুব ভালো খেলেছে।'

শেষ ওয়ানডেতে মাহমুদউল্লাহর ৯৮ রানের ক্যামিও আর মিরাজের শততম ম্যাচে অধিনায়কত্ব পাওয়া, সবদিক থেকেই ইতিবাচক বিসিবির নারী কমিটির এই কর্তা।

হাবিবুল বাশার বলেন, 'মিরাজ তো আগে ক্যাপ্টেন্সি করেছে। ঘরোয়া ক্রিকেটেও ক্যাপ্টেন্সি করে থাকে। ওর ক্যাপ্টেন্সি আমরা আগেও দেখেছি, গত ম্যাচে ডেফেনেটলি খুব ভালো করেছে। মাহমুদুল্লাহ রিয়াদ স্কোর করেছে। আমাদের এই এক্সপেরিয়েন্স দরকার হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আশা করি মুশফিকও সুস্থ থাকবেন। আমাদের ব্যাটিং কিন্তু যতটা থিন মনে হচ্ছে অতটা নয়।'

২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগাররা খেলবে ক্যারিবিয় দ্বীপে। তারপর নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ। তাহলে এমন পারফরম্যান্সের পর আশার আলো কী দেখতে পারে দেশের ক্রিকেট ভক্তরা?

হাবিবুল বাশার বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে আসতে আমাদের টপ অর্ডাররা কিন্তু রান করা শুরু করেছে। মিরাজ রান করেছে, শান্ত রান করেছে। আমাদের ওপেনার লিটন ফিরে আসবে। আমার মনে হয় আমাদের পুরো ব্যাটিং ইউনিটটা যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাই আমরা তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবো।'

এসএস