গেল ৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ১৭ বছর বয়সী ইয়ামাল। সেখান থেকে তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। ফলে আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে নেশনস লিগে খেলা হচ্ছে না এ উইঙ্গারের।
পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক সম্পন্ন করতে পারলে তিনি ফিরবেন ৪ ডিসেম্বর মায়োর্কার বিপক্ষে ম্যাচে।
এদিকে পুরনো পিঠের চোট নতুন করে সমস্যায় পড়েছে লেভানদোভস্কি। ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। খেলা হবে না পোল্যান্ডের হয়ে, তবে নেশনস লিগের ম্যাচে না খেললেও বার্সার পরবর্তী ম্যাচেই ফিরতে পারবেন তিনি।