দেশে এখন
0

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ (মঙ্গলবার, ১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে।

চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে এজন্য ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পলাতক আছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি বাংলাদেশের বাহিরে আছেন। সে কারণে ইন্টাপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেই ও রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি।’

গণহারে পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে না, যারা হত্যাকাণ্ড কিংবা সহিংসতায় জড়িত নয় তাদেরকে হয়রানি করা হবে না জানালেন চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, 'জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের কেউ ছাড় পাবে না। কিন্তু কোনো নির্দোষ অফিসার যারা তদন্তে তাদের সম্পৃক্ততা না থাকলে আমরা তাদেরকে কোনোভাবে আদালতের মুখোমুখি করবো না।'

এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনের হটস্পট যাত্রাবাড়ীতে গণহত্যায় জড়িত পুলিশের পরিদর্শক জাকির হোসেনসহ ৪ পুলিশকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়৷টানা ১৫ দিনের বেশি ছাত্র, জনতাসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাত্রাবাড়ী এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। পুলিশও তাদের দমন করতে মুহুর্মুহু গুলি চালায়। এতে শিক্ষার্থীসহ অনেকেই প্রাণ হারান। অসংখ্য লোক আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।

যাত্রাবাড়ী এলাকার গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনালে কয়েকটি মামলা হয়েছে। যার তদন্ত চলমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতা ও পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিছু আসামিকে গ্রেপ্তারও দেখানো হয়েছে।

এদিকে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার মামলায় তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেনসহ চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, 'শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।'

তিনি জানান, লিখিত ভাবে ইন্টারপোলের কাছে অভিযুক্তদের গ্রেপ্তারে সহায়তা চাইবে সরকার।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওইদিন বিচার কার্যক্রম শুরু হয়। বিচার শুরুর প্রথম দিনই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়। গত ২২ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইএ