এর আগে, ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা।
এছাড়াও বিগত সরকারের আমলে মাঠ ও মাঠের বাইরে কর্মকাণ্ডে বিভিন্ন সময় সমালোচনায় ছিলেন দেশসেরা এই অলরাউন্ডার।
সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার কথা থাকলেও ছাত্র-জনতার প্রতিবাদের কারণে ফিরতে পারেননি তিনি। এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি নেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন কি-না তা নিয়েও দোলাচল। এরই মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান।