উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

কামালা নাকি ট্রাম্প: সময় এসেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেবার

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ভোটাররা আজ মঙ্গলবার (৫, নভেম্বর) দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য ভোট দেবেন।

ইতোমধ্যে ৮ কোটি ২০ লাখেরও বেশি মানুষ তাদের ভোট দিয়েছেন, তবে এখনো একটি বিশাল সংখ্যক মার্কিন নাগরিকের ভোট দেয়া বাকি রয়েছে। এর আগে ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট দেয়ার জন্য প্রায় ১৬ কোটি ১০ লাখ নাগরিক নিবন্ধিত হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

নির্বাচনের আগে প্রচারণার সর্বশেষ দিনে ভোটারদের কাছে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস সুইং স্টেট পেনসিলভানিয়ায় বলেন, তিনি ‘শক্তি, আশাবাদ ও আনন্দ’ দিয়ে তার প্রচারণা শেষ করতে চান।

এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আরেক সুইং স্টেট মিশিগানে তার নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। এর আগে ২০১৬ এবং ২০২০ সালেও ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা এখান থেকেই শেষ করেছিলেন। মিশিগানে তিনি তার প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থীকামালা হ্যারিসকে ‘উগ্র বাম উন্মাদ’ বলে আক্রমণ করেছেন।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর