অর্থনীতি
0

আয়কর তথ্য সেবা মাস: অনলাইনে রিটার্নের প্রভাবে কমবে সরাসরি জমাদান

আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী আয়কর তথ্য সেবামাস। দেশের ৪১টি কর অঞ্চলের ৬৫০টি সার্কেলে মাসব্যাপী জমা নেওয়া হবে আয়কর রিটার্ন। তবে প্রতি বছরের মতোই এবারও মাসের প্রথম দিনে তেমনটা জমে উঠেনি রাজধানীর কর অঞ্চলগুলো। যদিও কর কর্মকর্তারা বলছেন, অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করায় এবার সরাসরি রিটার্ন জমা অনেকটাই কমে আসবে।

দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়েছেন প্রায় ১ কোটি ৭ লাখ মানুষ। কিন্তু গত অর্থবছর পর্যন্ত সর্বোচ্চ রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৭ লাখ। বিশাল এই ফারাক কমাতে রিটার্ন জমা সহজ ও অনলাইন করার কথা বারবার বললেও হয়নি কার্যকর।

আওয়ামী লীগ সরকার পতনের পর সংস্কার কার্যক্রমের শুরুতেই ই-রিটার্নের জটিলতা নিরসনে মনোযোগ নতুন এনবিআর চেয়ারম্যানের। বাধ্যতামূলক করেছেন ঢাকা-নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ব্যাংক-বিমা, সরকারি চাকরিজীবী ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কর্মীদের অনলাইনে রিটার্ন জমা।

৩ নভেম্বর থেকে সারাদেশের ৪১টি কর অঞ্চলে মাসব্যাপী রিটার্ন সংগ্রহ শুরু হলেও, করদাতাদের অনলাইনে রিটার্ন জমায় উদ্বুদ্ধ করছেন আয়কর কর্মীরা।

যদিও সার্ভার জটিলতার অভিযোগ এনে সরাসরিই রিটার্ন জমা দিচ্ছেন কেউ কেউ। ই-চালানের কথা বারবার বলা হলেও পে অর্ডার নিয়ে বিড়ম্বনায় তারা। তবে অনলাইনের পাশাপাশি রিটার্ন সরাসরি দাখিলেরও সুযোগ রাখার দাবি অনেকের।

তবে ভবিষ্যতে অনলাইন ব্যতীত কোনো রিটার্ন জমার সুযোগ থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন এনবিআর চেয়ারম্যান। পে অর্ডার জমাকেও নিরুৎসাহিত করেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, যদি কেউ বলে আমি অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করছি তাহলে আমি বলবো এটা করতে হবে ওনাকে। এটা মোটেও কঠিন কিছু না। যেহেতু এটা সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য কম্পোলসারি করা হয়েছে, এটা কম্পোলসারি। ব্যাপারটা এমন না যে নভেম্বরের পরে উনি পেপার রিটার্ন দিতে পারবে। আমরা ওনাদের থেকে আর পেপার রিটার্ন নিব না। ই-রিটার্নের বড় ব্যাপার হলো সরকারের কোষাগারে টাকাটা ইনস্ট্যান্ট জমা হয়।’

এছাড়া রাজস্ব ফাঁকি রোধে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির তথ্য নিশ্চিতে কাজ চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। জানালেন করদাতার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধেও।

তিনি বলেন, ‘আমাদের রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ এবং এ ধরণের যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো আছে সেখানে বলা আছে প্ল্যান জমা দেয়ার সময় পিএসআর দিতে হবে। করদাতাদের উদ্বুদ্ধ করতে চাই। ওনারা যদি এ ধরণের সমস্যার মুখোমুখি হন তারা যেন এ সুযোগ নেন।’

এদিকে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় কর অঞ্চলগুলোতে চাপ কমার পাশাপাশি রিটার্নের সংখ্যাও বাড়ছে বলে জানালেন কর কমিশনাররা।

সেপ্টেম্বরের শুরুতে অনলাইন রিটার্ন জমা উন্মুক্ত করে এনবিআর। সংস্থাটি বলছে, প্রতিদিন অনলাইনে রিটার্ন জমা হচ্ছে ৫ হাজারেরও বেশি। আর চলতি করবর্ষে আয়কর সেবা মাস আসার আগেই অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা পড়েছে ১ লাখ ৬৭ হাজার।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর