গত ২২ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সেন্টমার্টিন দ্বীপে আগামী নভেম্বরে রাত্রিযাপন নিষেধ এবং ডিসেম্বর ও জানুয়ারীতে দুই হাজারের বেশি পর্যটক গমন না করা এবং ফেব্রুয়ারিতে পর্যটন সম্পূর্ণ নিষেধ করে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাংগীর প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান।
নোটিশকারী আইনজীবীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আরও উল্লেখ করেন যে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে ট্যুরিজমের মৌসুম। শুধু দেশ নয় বিদেশ থেকেও প্রচুর পর্যটক এই সময়ে বাংলাদেশ বিশেষ করে সেন্টমার্টিন ঘুরতে আসে। সরকারের এই সিদ্ধান্তে পুরো পর্যটন শিল্পের উপর প্রভাব পড়বে এবং এর কারণে হাজার হাজার পরিবার এবং কোটি কোটি টাকার ক্ষতিসাধন হবে। তাই এই সিদ্ধান্ত রাষ্ট্রের কোনো কল্যাণ হবে না। পাশাপাশি এই সিদ্ধান্তে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে।
নোটিশকারীরা আগামী ৭ কার্যদিবসের মধ্যে উক্ত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানান নাহলে এই বিষয়ে হাইকোর্টর সংশ্লিষ্ট বেঞ্চে রিট দায়ের করা হবে বলে তারা জানান। -প্রেস বিজ্ঞপ্তি