দেশে এখন
0

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডব্লিউএইচওকে চিঠি দিয়েছে সরকার

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলার বিষয় উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) চিঠি দিয়েছে সরকার। এতে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংস্থার সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার সরাসরি কাজ করতে চায় বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

আজ (বুধবার, ৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘ডব্লিউএইচওকে চিঠি দিয়েছে সরকার। বিভিন্ন অভিযোগের কারণে বাংলাদেশে বর্তমান সংস্থাটির রিজিওনাল পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণহত্যার জন্য শেখ হাসিনা যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে ফিরিয়ে আনা হবে।

এ সময় প্রেস সচিব জানান, গণঅভ্যুত্থানে আহত-নিহতের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারকে জমা দেবে।

শফিকুল আলম বলেন, 'যেহেতু আমরা রাজনৈতিক সরকার নই তাই কোনো দল নিষিদ্ধ বা তাদের কার্যক্রম রহিত করা হবে কি না সে বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে'

এছাড়া আগামী দু'একদিনের মধ্যে পূর্ণাঙ্গ ইসি সার্চ কমিশন গঠনের কথাও জানানো হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে। সব বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। যারা অপরাধ করবেন তাদের শাস্তির আওতায় আনা হবে।'

উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, 'শেখ হাসিনা যদি গণহত্যার জন্য দোষী প্রমাণিত হয়, তাহলে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।'

এসএস