ধর্ম
দেশে এখন
2

সরকারি-বেসরকারি প্যাকেজে খরচ কমলো দুই লাখ টাকার ওপর

প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি-বেসরকারি উভয়ে প্যাকেজে সব মিলিয়ে খরচ কমলো দুই লাখ টাকার ওপর। আজ (বুধবার, ৩০ অক্টোবর) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

নতুন ঘোষণার মাধ্যমে ২০২৫ সালের হজ প্যাকেজের দাম কমলো। গতবারের তুলনায় ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমে সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজ ১ এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজ ২ এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ১১ হাজার ৭০৭ টাকা। বেসরকারিভবে হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। গত বছরের তুলনায় কমবে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা।

ঘোষণার তথ্যানুযায়ী, এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারিভাবে এবার হজে যাবেন ১০ হাজার যাত্রী। হজ ব্যবস্থাপনার সাথে জড়িত ছাড়া অন্য কেউ সরকারি খরচে হজে যেতে পারবেন না।

এখন পর্যন্ত ৯ হাজার ২৬৯ জন নিবন্ধন করেছেন। আর ৭৫ হাজার ৫৩৩ জন প্রাক নিবন্ধন করেছেন। এবার নিবন্ধনের জন্য কোনো সময় বাড়ানো হবে না বলেও জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু এবং ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। সে হিসেবে চলতি বছরের ৩০ এ নভেম্বরের পর কোনো নিবন্ধন হবে না।

প্রতিটি হাজিকে দূরত্ব ও খাবারের জন্য এজেন্সির সাথে চুক্তি করতে হবে। চুক্তির ব্যত্যয় ঘটলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর