বিদেশে এখন
0

হিজবুল্লাহ'র সম্ভাব্য প্রধান সাফিউদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করলো ইসরাইল

লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহর শীর্ষনেতা হাশেম সাফিউদ্দিনের হত্যার তথ্য নিশ্চিত করেছে ইসরাইল। প্রায় তিন সপ্তাহ আগেই তাকে হত্যা করা হয়।

প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি ছিলেন হাশেম সাফিউদ্দিন। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, সপ্তাহ তিনেক আগে বৈরুতের দক্ষিণ শহরতলীতে বিমান হামলায় সাফিউদ্দীনের সঙ্গে মারা যান হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের কমান্ডার আলী হুসেইন।

তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গেল ৪ অক্টোবর থেকেই হিজবুল্লাহ'র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাফিউদ্দিনের।

২০১৭ সালে হাশেম সাফিউদ্দিনকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

ইএ