দেশে এখন
0

বাজার নিয়ন্ত্রণে খুলনা থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু

সিন্ডিকেট ভেঙে ঊর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রণে চালু হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন সার্ভিস। খুলনা থেকে প্রথমদিনে বিভিন্ন পণ্য পরিবহনের সুযোগ পান প্রান্তিক কৃষক ও খামারিরা। তবে প্রয়োজনীয় প্রচারণার অভাবে প্রথম দিনে সাড়া মিলেছে কম। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ এই ব্যবস্থায় পরিবহণ ব্যয় কমে আসবে অনেক। ভোক্তাপর্যায়ে দামও কমে আসবে দাম।

স্বল্পমূল্যে দেশের বিভিন্ন প্রান্তে সবজি সরবরাহের গতি বাড়াতে আজ(মঙ্গলবার, ২২ অক্টোবর) সকালে খুলনা থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে কৃষি পণ্য স্পেশাল ট্রেন সার্ভিস।

যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ উত্তরবঙ্গের বেশকিছু অঞ্চল থেকে বিশেষ এই ট্রেনে স্বল্প খরচে ঢাকায় পণ্য পাঠাতে পারছেন প্রান্তিক চাষিরা।

প্রথম দিনে সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা স্টেশন থেকে মোট ৪ ধরনের ৬৪০ কেজি পণ্য নিয়ে রাজধানীর তেজগাঁও রেলওয়েস্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে, প্রয়োজনীয় প্রচারণা না থাকায় প্রথম দিয়ে প্রান্তিক চাষিদের সড়া মেলেনি তেমন।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস বলেন, 'পরীক্ষামূলকভাবে আজ শুরু হচ্ছে। চাহিদা যদি বৃদ্ধি পায় এবং কোনো স্টপে যদি চাহিদা থাকে তাহলে সেখানে স্টপেজ দিবো।'

খুলনা থেকে রাজধানীর তেজগাঁও পর্যন্ত ১৪টি স্টেশন থেকে কৃষিপণ্য পরিবহনের সুযোগ পাবেন প্রান্তিক চাষিরা। প্রতিকেজিতে পরিবহণ ব্যয় মাত্র ১ টাকা ৪৭ পয়সা। সড়ক পথে সমপরিমাণ পণ্য পরিবহনে লাগে এর অন্তত ২০ ভাড়া। এতে পণ্যের ন্যায্যমূল্য পাবেন চাষিরা। অন্যদিকে ভোক্তাপর্যায়ে কমে আসতে দামও।

সুজিত কুমার বিশ্বাস আরও বলেন, 'ঢাকা শহরে যারা ক্রেতা তারা যাতে কম দামে পণ্য ক্রয় করতে পারে। সেহেতু সারা দেশে পণ্য পরিবহনের উদ্দেশ্যে কৃষিপণ্য স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।'

সপ্তাহের শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার চলবে বিশেষ এই ট্রেন। ৭ বগি বিশিষ্ট বিশেষ ট্রেনটিতে হিমায়িত মাছ-মাংস ও দুধসহ ২০ টন করে ১৪০ টন পণ্য পরিবহণ করা যাবে। খুলনার মতো চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় থেকেও একইভাবে পণ্য পরিবহনের সুযোগ পাবেন প্রান্তিক চাষিরা। এতে সিন্ডিকেট ভেঙে কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে জানন সংশ্লিষ্ট কর্মকর্তারা।