বাজার , কাঁচাবাজার
দেশে এখন
0

ঝালকাঠিতে ডিমের দাম কমলেও মুরগির বাজার ঊর্ধ্বমুখী

জেলা প্রশাসন গঠিত বিশেষ টাস্কফোর্সের নিয়মিত বাজার তদারকির কারণে ঝালকাঠিতে ডিমের দাম কমেছে। তবে ডিমের দাম কমলেও ঊর্ধ্বমুখী মুরগির দাম। আজ (সোমবার, ২১ অক্টোবর) সকালে শহরের বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এই চিত্র দেখা গেছে। বাজারগুলোতে ডিমের দাম সরকার নির্ধারিত পর্যায়ে নেমে এসেছে। সপ্তাহের ব্যবধানে হালি প্রতি ডিমের দাম কমেছে ৪ থেকে ৫ টাকা।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিমে শুল্কছাড় দিয়ে আমদানির অনুমতি ও টাস্কফোর্সের নিয়মিত তদারকির কারণে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। গেলো সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম বিক্রি হতে দেখা গেছে ১৮০ টাকায়। এখন ডজন প্রতি ২৫ টকা দাম কমে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে।

অন্যদিকে লাফিয়ে বেড়েছে সোনালি মুরগির দাম। গেলো সপ্তাহে ২৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সোনালি মুরগী এখন বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। এর পাশাপাশি ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৮৫ টাকা দরে, লেয়ার মুরগির দাম ১০ টাকা বেড়ে বিক্রি হতে দেখা গেছে ৩২০ টাকা দরে।

অন্যদিকে দেশি মুরগি কেজিতে ৩০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৮০ টাকা দরে। এছাড়া অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। ডিমের দাম কমায় খুশি হলেও মুরগির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অস্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর