ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পান হারা এফসির অধিনায়ক রাসেল। টুর্নামেন্টে ১৪টি গোল করে পুরস্কার জিতেছেন রানারআপ দলের জুয়েল। বেস্ট গোলকিপার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের পাবেল। ১ গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইসতিয়াক।
খেলোয়াড়দের হাতে গোল্ডকাপ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এসএনবি কুইক পের এশিয়ান মার্কেটিং বিভাগের প্রধান মোসাইদ আল মুতাইরি । এসময় তিনি বলেন, বাংলাদেশের যেকোনো অনুষ্ঠানে পাশে থাকবে সৌদি ন্যাশনাল ব্যাংক।
পুরো টুর্নামেন্টে সহযোগিতায় ছিলেন, সানসিটি পলিক্লিনিক , ফ্রেন্ডি প্যাকেজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স , নোভা এন্টারপ্রাইজ , এনএস কার্গো, এসআর ফ্যাশন, এএফটিসি, ফুড হাউজ, মোয়াস বিজনেস সলোয়েশন, বর্ণ স্পোর্টস , ঘরোয়া রেস্টুরেন্ট, বিডি স্টার ইন্টারন্যাশনাল।
আয়োজকরা জানান, সৌদিতে বসবাসকারী ৩২ লাখ বাংলাদেশিদের মধ্যে অনেক ভাল ফুটবলার রয়েছেন। তাদেরকে নিয়ে বড় পেশাদার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলে বেরিয়ে আসবে অনেক প্রতিভাবান খেলোয়াড়। যারা সুযোগ পেতে পারেন সৌদি ক্লাবে।