টেস্ট সিরিজ শুরুর আগে নানামুখী জটিলতায় দেশের ক্রিকেট। গেল সপ্তাহেই কোচ চান্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করে নিয়োগ দেয়া হয় ফিল সিমন্সকে। এরপর সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা ঘিরে শুরু হয় পক্ষে-বিপক্ষে আন্দোলন।
শেষমেশ বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে। তার পরিবর্তে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দ্রুততম একশ' উইকেটের রেকর্ড গড়া হাসান মুরাদকে।
যদিও আজ তার অভিষেক হওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার দেশের মাটিতে জয়ের খোঁজে শান্তর দল।