দেশে এখন
0

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের চাপায় নিহত ৩, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে গম বোঝাই ট্রাকের চাপায় ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন শিশু। আজ ( ১৫ অক্টোবর, মঙ্গলবার) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সিএনজিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। দুপুর ২ টার কিছু আগে পেছন থেকে গমবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে ট্রাক ও সিএনজি উল্টে সড়কের বাইরে গিয়ে পড়ে।

পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে। হতাহতরা সবাই সিএনজি'র যাত্রী। তবে এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।