তবে অ্যান্ড্রয়েডের জন্য এতদিন এ সুবিধা ছিল না। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। সম্প্রতি লিওপেভা৬৪ নামের এক ফাসকারী সূত্রে এ তথ্য জানা গেছে।
টুইটারে তার দেয়া পোস্টের তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য হালনাগাদ ক্রোম ক্যানারি ভার্সনের উন্নয়নে কাজ করছে কোম্পানি। এ ভার্সনে অ্যাড্রেস বার এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়ার ফিচার রয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ফিচারটি ব্যবহার করা খুবই সহজ। অ্যাড্রেস বারে লং প্রেস করলে ব্যবহারকারীর সামনে দুটি অপশন আসবে। একটি হলো লিংক কপি করা এবং অন্যটি অ্যাড্রেস বারের অবস্থান পরিবর্তন। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে বর্তমানে বেটা ভার্সনেই ফিচারটি পাওয়া যাবে।
প্রযুক্তিবিদদের মতে, নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ইউজারদের আরো আরামদায়কভাবে ক্রোম ব্যবহারের সুবিধা দেবে। বিশেষ করে ব্রাউজারের অপশন কাস্টমাইজেশন বা পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে।—গিজচায়না