ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ বাংলাদেশের

২ হাজার রানের মাইলফলকে জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলো বাংলাদেশের। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারায় সেরা চারে উঠতে মেলাতে হবে অনেক যদি কিন্তুর হিসেব।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের কাছে বাংলাদেশের হারটা প্রত্যাশিতই ছিল। শক্তির বিবেচনায় যোজন যোজন এগিয়ে থাকা দলটির সাথে কোনো প্রকার লড়াই করতে পারলো না জ্যোতিরা। এক বাক্যে, বলতে গেলে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। আর এই হারে সেমিফাইনালে উঠার সম্ভাবনা প্রায় শেষ বাংলাদেশের।

১০৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ক্যারিবীয়দের। ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। লো স্কোরিং টার্গেটে তাদের জয়ের ভীত তৈরি করে দেন অধিনায়ক ম্যাথুস আর টেইলর।

দুই ওপেনার মিলে গড়েন ৫২ রানের জুটি। টেইলর ২৭ রান করে ইনজুরিতে মাঠ ছাড়লে দলটির রানের চাকা সচল রাখেন ম্যাথুস আর ক্যাম্পবেলে। যদিও দুই ব্যাটারই আউট হয়েছেন। তবে, ডটিন আর হেনরি মিলে উইন্ডিজকে শেষের বৈতরণি পার করান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা টি-টোয়েন্টিসুলভই ছিল বাংলাদেশের। তবে, সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জ্যোতির দল। ওপেনার দিলারা ১৮ বলে ১৯ রান করেই বিদায় নিয়েছেন। সাথি রানী, সোবহানা মোস্তারিরা ক্রিজে সেট হতে গিয়ে রানের চেয়ে বেশি বল খেলেছেন। সেটারই মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে।

বরাবরের মতোই ব্যর্থ হয়েছেন টি-২০ বিশ্বকাপে অভিষিক্ত তাজ নেহার। রানের খাতা খুলতে পারেননি স্বর্ণ আক্তার। রিতু মনি, ফাহিমা খাতুনরাও ছিলেন নিষ্প্রভ।

তবে মাটি কামড়ে থাকার চেষ্টা করেছেন অধিনায়ক সুলতানা জ্যোতি। ৪৪ বলে খেলেছেন ৩৯ রানের ইনিংস। যদিও শেষশেষ তার এই ইনিংস কাজে আসেনি।

তবে এদিন প্রথম বাংলাদেশি নারী হিসেবে টি-২০ ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক সুলতানা জ্যোতি।