পরিষেবা
অর্থনীতি
0

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই ৪০ প্রকল্পের দরপত্র আহ্বান

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই ৪০টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। দরপত্র সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান। বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরামের সম্মেলনে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সবুজ কারখানা স্থাপন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পোশাক শিল্প। তবে অপার সম্ভাবনার এই খাতেও রয়েছে নানা উদ্বেগ আর উৎকণ্ঠা।

বলা হয়ে থাকে, বিশ্বব্যাপী কার্বন নির্গমনের প্রায় ১০ শতাংশের জন্য দায়ী গার্মেন্টস শিল্প। এমন বাস্তবতা বিবেচনায়, ফ্যাশন ও পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোই এখন প্রধান চ্যালেঞ্জ। স্বল্প-কার্বন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

এমন অবস্থায় বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে উঠে আসে পোশাক খাতকে টেকসই করা ও সক্ষমতা বাড়ানোর নানা প্রতিশ্রুতি।

শিল্পসংশ্লিষ্ট অংশীজনরা জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলার জন্য পোশাক শিল্পে পরিবেশসম্মত টেকসই উন্নয়নের পথকে সুগম ও ত্বরান্বিত করার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টার বলেন, 'বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জার্মানি সবসময় সহায়তা করার প্রতিশ্রুত দিচ্ছে। আমাদের দেশের ব্যবসায়ীরা স্বল্প খরচে এখানে জ্বালানি নিরাপত্তার জন্য আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। এর জন্য বিনিয়োগ করবো আমরা।'

অনুষ্ঠানে অংশ নিয়ে বিদেশি প্রতিনিধিরা বলেন, তৈরি পোশাক খাতে নিরাপদ শ্রম পরিবেশ সৃষ্টি, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতে বাংলাদেশকে আর্থিক কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টার বলেন, 'বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জার্মানি সবসময় সহায়তা করার প্রতিশ্রুত দিচ্ছে। আমাদের দেশের ব্যবসায়ীরা স্বল্প খরচে এখানে জ্বালানি নিরাপত্তার জন্য আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। এর জন্য বিনিয়োগ করবো আমরা।'

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, 'বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব বাড়ছে দিন দিন। বাংলাদেশের তৈরি পোশাক খাতে সবুজায়ন বাড়াতে ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়াতে ইউরোপীয়ান ইউনিয়ন সহায়তা দিবে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ।'

এদিকে দেশে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়াতে টেকসই উদ্যোগের ওপর জোর দেয়ার পাশাপাশি উৎপাদন বাড়াতে শিগগিরই ৪০টি প্রকল্পের দরপত্র আহ্বানের কথা জানান জ্বালানি উপদেষ্টা।

উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, 'কার্বন নিঃসরণ কমাতে বদ্ধপরিকর সরকার। এ লক্ষ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হচ্ছে।'

আলোচনায় সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্বন নিঃসরণ শূন্যে নামানোসহ টেকসই অনুশীলনের প্রতি উদ্বুদ্ধ করেন সংশ্লিষ্টরা।