ক্রিকেট
এখন মাঠে
0

কঠিন তবু সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান জ্যোতি

ইংল্যান্ডের বিপক্ষে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের পথ বেশ খানিকটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তবুও সেমিফাইনাল থেকে চোখ সরায়নি বাংলাদেশ দল। তবে সেমিফাইনালে যেতে হলে ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে, সেটি মানছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

স্কটল্যান্ডকে হারানোর পর ইংল্যান্ডকে বাগে পেয়েও জিততে পারেনি বাংলাদেশ। ফলে সেমিফাইনালের যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। বোলাররা ভালো করলেও ব্যাটিংয়ের দুর্বলতা মূলত জ্যোতিদের সামনে এগোতে দিচ্ছে না অনেক দিন থেকেই। টুর্নামেন্টে টিকে থাকতে সেদিকেই চোখ নিগার সুলতানা জ্যোতির।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমাদের বোলারা যতই ভালো করুক না কেনো । যারা ব্যাটিং করছে তাদের দিকে নজর এখন তারা যদি এই জিনিসটা থেকে দ্রুত বের হয়ে আসতে পারে তাহলে আমাদের বোলারদের জন্য একটু ভালো হবে।

ব্যাটিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম জ্যোতি। দুই ম্যাচে তার ব্যাটে এসেছে মাত্র ৩৩ রান। ভালো করার তাগিদ অনুভব করছেন তিনি নিজেও।

নিগার সুলতানা জ্যোতি আরও বলেন, 'আমি সবসময় চাই উপভোগ করতে । তবে ব্যাটিংয়ে যখন নামি, সবসময় আমার মাথায় থাকে যে, টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতির অনুযায়ী খেলতে। তার পরও গত দুই ম্যাচে হয়তো নিজের খেলাটা আমি খেলতে পারিনি পরের ম্যাচে নিজের সেরাটা খেলতে চাই।'

প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে টাইগ্রসদের। এই ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় অধিনায়ক। পেছনের ব্যর্থতা ভুলে সামনে তাকানোর আহ্বান অধিনায়কের।

শক্তির বিচারে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ক্যারিবিয়ানরা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাংলাদেশ। তিনবারই হারে বাঘিনীরা।