তিনি বলেন, ‘পৃথিবীতে অন্যায়, অবিচার হলে তা বধ করতে আসেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব এমন একটি সময় হচ্ছে যখন গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার পতন ঘটেছে।’
দেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব ধর্ম-বর্ণের মানুষ মিলে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে।’
এছাড়াও তিনি বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী হিন্দু সম্প্রদায়ের ওপর বিচ্ছিন্ন যে সকল ঘটনা ঘটছে, সেগুলো সাম্প্রদায়িক ছিল না, রাজনৈতিক ছিল।’
সকল ধরনের সংহিতাতা রোধে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।
এছাড়া শারদ উৎসবের নিরাপত্তা সহায়তার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।