শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় তিনজন নিহতের চার দিনের মাথায় তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভে আগুন লাগার ঘটনা ঘটলো।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে রাতে ভয়াবহ আগুন লাগে। জাহাজটির কার্গো ডেকে বিস্ফোরণের পরই ভয়াবহ হয়ে ওঠে আগুন।
প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দিয়েছেন অনেক নাবিক। অগ্নি নির্বাপন ও উদ্ধারে যাচ্ছে চট্টগ্রাম বন্দর ও কোস্টগার্ডের ৫টি জাহাজ।
রাত ২টা পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড জাহাজ প্রমত্ত।
পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বন্দরের চারটি টাগ বোট। জাহাজটিতে প্রায় ১০ হাজার টন জ্বালানি তেল ছিলো বলে জানিয়েছেন জাহাজটির কর্তৃপক্ষ।