প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

যুক্তরাষ্ট্রে অ্যাডভান্সড চিপ প্যাকেজিং আনবে টিএসএমসি-অ্যামকোর

যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাডভান্সড চিপ প্যাকেজিং সুবিধা চালু করতে কাজ করছে বিশ্বের অন্যতম চিপ নির্মাতা কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও অ্যামকোর। এর মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতে প্রথমবারের মতো জটিল চিপ প্যাকেজিং প্রযুক্তি চালু হবে। সম্প্রতি নিক্কেই এশিয়া প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চিপ প্যাকেজিং ও পরীক্ষণের দিক থেকে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান অ্যামকোর। চলতি সপ্তাহে টিএসএমসির সঙ্গে সমঝোতা চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রথমবার এ ধরনের পণ্য তৈরি করা হবে। বর্তমানে শুধু তাইওয়ানে এ প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।

যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানায়, নতুন এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরো উন্নত হবে এবং পণ্যের ব্যবহার উপযোগিতা বাড়বে।

অ্যারিজোনায় টিএসএমসির কারখানা রয়েছে। সেখানের মূল ক্রেতা কোম্পানিগুলো হলো এনভিডিয়া, এএমডি ও অ্যাপল। চলতি বছরের মাঝামাঝি সময়ে কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আগামী বছর থেকে এখানে বড় পরিসরে উৎপাদন শুরু হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকারও করেছে টিএসএমসি।

অন্যদিকে অ্যারিজোনার পিওরিয়াতে নতুন চিপ প্যাকেজিং ও টেস্টিং ফ্যাসিলিটি স্থাপনে ২০০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে অ্যামকোর। চুক্তির অংশ হিসেবে অ্যামকোরের টার্নকি অ্যাডভান্সড প্যাকেজিং ও টেস্ট সার্ভিস সুবিধা ব্যবহার করবে টিএসএমসি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, টিএসএমসি থেকে শুরু করে, ইন্টেল ও স্যামসাংয়ের মতো কোম্পানির জন্য বর্তমানে অ্যাডভান্সড চিপ প্যাকেজিং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা এর ওপর চিপের সক্ষমতা ও এআই সুবিধা পাওয়ার বিষয়টি নির্ভর করে।


এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের ট্রানজিশন টিমের সমঝোতা স্মারকে সই

থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে যুক্তরাষ্ট্রে বেড়েছে ভ্রমণপিপাসুদের আনাগোনা

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ

ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর

ঘুষ কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের পর বিভিন্ন দেশে ঝড়ের মুখে আদানি গ্রুপ

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপানের যৌথ মহড়ায় চাপে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী: বেনইয়ামিন নেতানিয়াহু

সাইক্লোন বোম্বের আঘাতে ওয়াশিংটনে দু'জনের মৃত্যু

অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের শেয়ার দর কমেছে

যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দপ্তরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো