দেশে এখন
0

ফেনী সীমান্তে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত এলাকায় ২৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনী জয়লষ্করস্থ-৪ বিজিবি কর্তৃক চলমান চোরাচালান বিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

গতকাল (রোববার) দিবাগত রাতে জেলার ছাগলনাইয়ার যশপুর বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাগলনাইয়া থানাধীন উত্তর যশপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করে যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। এ দিন বিকেলে খেজুরিয়া বিওপির নিয়মিত টহল দল পৃথক অভিযানে ফুলগাজী থানাধীন গজারিয়া এলাকা থেকে পাচারের সময় বাংলাদেশি ৩০০ কেজি রসুন জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানি মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলমান।

এসএস