অপরাধ ও আদালত
0

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। (রোববার, ২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল।

র‍্যাব-১৪’র অধিনায়ক মো. আলিমুজ্জামান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর অনির অস্ত্র হাতে গুলিবর্ষণের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই তদন্তে নামে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে র‍্যাব-২ এর সহায়তায় র‍্যাব-১৪ এর একটি দল মোহাম্মদপুর থেকে অনিকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে র‍্যাব-১৪’র সদরদপ্তর ময়মনসিংহে আনা হয়।

 গ্রেফতার ছাত্রলীগ নেতা অনি শিক্ষার্থী সাগর হত্যার ঘটনায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের দায়ের করা মামলার আবেদনে ২৩ নম্বর আসামি।

আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) ভোরে অনিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা অনি'কে শিক্ষার্থী সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। বিকেলের মধ্যে তাকে আদালতে তোলা হতে পারে। 

গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলিবর্ষণসহ দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত মহানগর ছাত্রলীগ আহ্বায়ক নওশেল আহমেদ অনি। সম্প্রতি পিস্তল হাতে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয় । দাবি করা হয় ৪ আগস্ট ময়মনসিংহ শহরে নতুনবাজারে অস্ত্র হাতে দলবল নিয়ে মহড়া দেয় অনি।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিল অনি। ময়মনসিংহ কোতোয়ালি থানায় তার নামে আরো ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।