গণহত্যায় অভিযুক্তদের জামিন-খালাস না দেয়াসহ তিন দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রিফাত রশিদ
রিফাত রশিদ | ছবি: এখন টিভি
0

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিন-খালাস না দেয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠকের পর এসব দাবি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

এদিন দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের দ্রুত জামিন দেয়ার প্রতিবাদে ট্রাইবুনাল ঘেরাও কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে একদল জনতা।

পরে বিকেল ৩টার পর প্রসিকিউটর গাজী তামিমের সঙ্গে রিফাত রশিদের নেতৃত্বে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্যের একটি দল।

আরও পড়ুন:

বৈঠকে শেষে সংগঠনটির নেতারা সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিলের দাবি জানিয়েছেন তারা।

এছাড়া জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিন-খালাস না দেয়াসহ তিন দফা দাবি পেশ করেন তারা।

এসএস