এদিন দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের দ্রুত জামিন দেয়ার প্রতিবাদে ট্রাইবুনাল ঘেরাও কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে একদল জনতা।
পরে বিকেল ৩টার পর প্রসিকিউটর গাজী তামিমের সঙ্গে রিফাত রশিদের নেতৃত্বে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্যের একটি দল।
আরও পড়ুন:
বৈঠকে শেষে সংগঠনটির নেতারা সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিলের দাবি জানিয়েছেন তারা।
এছাড়া জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিন-খালাস না দেয়াসহ তিন দফা দাবি পেশ করেন তারা।





