উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নির্বাচনে জিতলে বিদেশি প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নির্বাচনে জিতলে বিদেশি প্রতিষ্ঠানগুলো মার্কিন ভূখণ্ডে নিতে প্রণোদনা দেবেন রিপাবলিকান প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন অভ্যন্তরীণ উৎপাদনকারীদের কর কমানোর আশ্বাসও।

জর্জিয়া অঙ্গরাজ্যের স্যাভানায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ক্ষমতায় ফিরলে সরকারি জমিতে গড়বেন বিশেষ উৎপাদন অঞ্চল। শিথিল করবেন বিধিনিষেধ। যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে উৎপাদন ব্যবস্থার পুনর্বাসন করবে এবং মার্কিন নাগরিকদের কর্মী হিসেবে নেবে শুধু সেসব প্রতিষ্ঠানকে সুবিধা দিতে চান ট্রাম্প।

তিনি জানান, এভাবে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে মার্কিন প্রতিষ্ঠানে পরিণত করবেন তিনি। যেসব প্রতিষ্ঠান ভিন দেশে পণ্য উৎপাদন করবে, তারা যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চাইলে গুণতে হবে বড় অঙ্কের শুল্ক।

বন্দরনগরী ও অটোমোবাইল শিল্পকেন্দ্র স্যাভানায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক উৎপাদনকারীদের গবেষণা ও উন্নয়ন তহবিল দেবেন তিনি। প্রথম বছরে ভারী যন্ত্রপাতি বাবদ নেবেন না কোনো খরচ। এর আগেও অভ্যন্তরীণ উৎপাদনকারীদের জন্য করপোরেট ট্যাক্স ২১ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনবেন।

যুক্তরাষ্ট্র রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, 'হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান আর লাখ-কোটি ডলারের সম্পদ ফিরিয়ে এনে পুরোনো যুক্তরাষ্ট্রে ফিরবো আমরা। এটাই করবে এবং খুব দ্রুত গড়বো। আমি চাই জার্মান গাড়িনির্মাতারা মার্কিন প্রতিষ্ঠান হয়ে উঠুক। এখানে তারা কারখানা স্থাপন করবে। বৈদ্যুতিক পণ্য উৎপাদনে চীনকে ছাড়িয়ে যেতে চাই আমি।'