নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দেশে এখন
0

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রতিবেশি দুই দেশই তাদের সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর নিকটতম প্রতিবেশি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

এমন পরিস্থিতিতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো।