পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রতিবেশি দুই দেশই তাদের সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর নিকটতম প্রতিবেশি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
এমন পরিস্থিতিতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো।