দেশে এখন
0

দীঘিনালায় হামলার প্রতিবাদে পাহাড়ি ছাত্র সমাজের মিছিল-সমাবেশ

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পাহাড়ি ছাত্র সমাজের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় রাজার মাঠে এসে জড়ো হন পাহাড়ি শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শতাধিক পাহাড়ি শিক্ষার্থী বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।

সমাবেশে মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংশৈসিং মারমার সভাপতিত্বে বক্তব্য দেন বিটন তঞ্চঙ্গ্যা, টনায়া ম্রো, জন ত্রিপুরা, মাখাই মারমা, অনন্ত প্রমুখ।

বক্তারা বলেন, ‘দীঘিনালায় চোর অভিযোগে বাঙালি ভাই মামুনের হত্যাকারীদের খোঁজে আইনের আওতায় আনা হোক। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালীরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু বাঙালি হত্যার অভিযোগে পাহাড়িদের দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

কেন পাহাড়িদের ওপরে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা বলেন, ‘আমাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয় তাহলে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

তারা জানান, পাহাড়ি-বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। পাহাড়ের ছাত্রসমাজ আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ দায়িত্ব পালনের অনুরোধ জানান বক্তারা।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর
রাষ্ট্রীয় মদদেই আওয়ামী শাসনামলে গুম-খুনের অন্ধকার অধ্যায় তৈরি হয়েছিল

দৃষ্টান্তমূলক শাস্তি চান মানবাধিকার কর্মীরা

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের পদযাত্রা, স্মারকলিপি প্রদান

দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারি

আগরতলায় কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় বিভিন্ন বন্দরে যাত্রী পারাপার কমেছে

দাবি, আন্দোলন আর সংঘাত সমাধানে আলোচনা ছাড়া পথ দেখছেন না বিশেষজ্ঞরা

তৃতীয়পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ

প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্জিয়ার রাজধানী তিবিলিস