নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাদমান। আকাশ দ্বীপের পরপর দুই বলে বোল্ড হন জাকির হাসান আর মুমিনুলও। ফলে মধ্যাহ্ন বিরতির আগেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শান্তরা।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয়দের ওপর চড়াও হন বাংলাদেশের বোলাররা। নতুন বলে আগের দিনের অপ্রতিরোধ্য হয়ে ওঠা জুটি ভাঙেন তাসকিন। জাদেজাকে ফেরান ৮৬ রানে। সেঞ্চুরিয়ান অশ্বিনকেও ফেরান তিনি। ফেরান আকাশ দ্বীপকেও।
অন্যদিকে বুমরাহকে তুলে নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ভারতের মাটিতে এবং তৃতীয় পেসার হিসেবে টেস্টে একাধিকবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন লক্ষীপুরের এই পেসার। তাসকিন আর হাসান মাহমুদের পেইসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।