পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আজকে রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, 'শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা এম এ মান্নানকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।'