উপদেষ্টা বলেন, পত্রিকায় এসেছে ভোলা গ্যাস ক্ষেত্রে ৫ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে যা পুরোপুরি ভুল তথ্য। মূলত ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে দুই টিসিএফ গ্যাস রয়েছে, আর ২.৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে যেটা পাওয়া সম্ভব।
সরকারের আরও ১০০টি গ্যাস কূপ খননের লক্ষ্যের কথা জানান ফাওজুল কবির খান। আরও জানান, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া প্রকল্প ও টেন্ডার গ্রহণ করা হবে না।
বর্তমান সরকারের সঙ্গে উন্নয়ন সহোযোগিরা দেখা করে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি। বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এবং খুব দ্রুত অর্থ ছাড় হবে।
বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে যে দুই বিলিয়ন ডলার পাওয়া যাবে তা থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে উঠার চেষ্টা করা হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। জানান, গেল কয়েকদিনে যে লোডশেডিং ছিল, তা মোটামুটি কাটিয়ে উঠা গেছে। সামনে আরও কমবে।