দেশে এখন
0

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রকে প্রকল্প বিলাস আখ্যা জ্বালানি উপদেষ্টার

কক্সবাজার

৫৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জ্বালানি উপদেষ্টা।

মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প-কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এ প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না। তাই ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার। যাতে তা মানুষের কাজে আসে।’

তিনি আরও জানান, খুব শিগগিরই বিদ্যুৎ সংকটের সমাধান হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর