এশিয়া
বিদেশে এখন
0

ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার

ভারি বৃষ্টি থেকে মিয়ানমারের রাজধানীসহ আশপাশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বন্যা আরও ক্ষতিগ্রস্ত করে তুলেছে জনজীবন।

অন্তত সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার নেইপিদোর আশপাশের ১শ' ৬২ বর্গকিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়ে যায়।

এছাড়া, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের আশপাশের ৩শ' ৬৬ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। অনেক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সেনাশাসন চলায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটি।

অধিকাংশ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হলেও বিধিনিষেধ আর নিরাপত্তা ঝুঁকিতে মিয়ানমারে কার্যক্রম চালাতে পারে না আন্তর্জাতিক সংস্থাগুলো।

এই সম্পর্কিত অন্যান্য খবর