দেশে এখন
0

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হয়নি; পুলিশ আত্মবিশ্বাস হারিয়েছে, সংস্কার হচ্ছে’

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। পুলিশ আত্মবিশ্বাস হারিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আইনশৃঙ্খলা অনেকটাই ভেঙে পড়ে। উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর শীর্ষ পদগুলোয় রদবদল হয়েছে, এখনো তা অব্যাহত।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক না হলেও সরকার শিগগিরই ইতিবাচক পর্যায়ে নিতে সক্ষম হবে। ব্রিফিংয়ে তেমনটাই জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হয়নি, পুলিশ আত্মবিশ্বাস হারিয়েছে। পুলিশ সংস্কার হচ্ছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুসারে কাজ করলে তারা আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে পারবে।’

উপদেষ্টা বলেন, ‘প্রশাসনে অনেকে অসহযোগিতা করছেন। প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে দ্রুতই স্থবিরতা কেটে যাবে। সেক্রেটারিয়েট ক্যুয়ের আপাতত শঙ্কা নেই।’

সমন্বয়ক পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায্য কাজ করছে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দুষ্কৃতিকারীরা। এসব যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘সাংবাদিকসহ অনেকের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে এ ধরনের মামলার কোনো নির্দেশনা দেয়া হয়নি।’

সুস্পষ্টভাবে প্রমাণ না থাকলে হত্যা মামলা না দেবার অনুরোধ জানিয়েছে উপদেষ্টা বলেন, ‘তবে গণহত্যার সঙ্গে জড়িতরা সাংবাদিক হলেও ছাড় পাবে না।’

ইএ