বিদেশে এখন
0

আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

ভারতের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার দ্বিতীয় শুনানি শেষে এবার আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের রাত দখল কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে মমতা বলেন, 'পুলিশের কাজ শুধু জনগণের নিরাপত্তা দেয়া।' তবে, দোষীদের উপযুক্ত শাস্তি হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

আর জি কর মামলার দ্বিতীয় শুনানিতেও সুপ্রিম কোর্টের প্রশ্নবানে বিদ্ধ রাজ্য সরকার। মামলা সংশ্লিষ্ট বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। পরবর্তী শুনানির আগামী ১৭ সেপ্টেম্বর।

একমাস ধরে চলমান আন্দোলনে বেহাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। অধিকাংশ জুনিয়র ডাক্তার রাজপথে থাকায় হাতে হাসপাতাল সামলাচ্ছেন হাতে গোনা কয়েকজন সিনিয়র চিকিৎসক। এই পরিস্থিতিতে আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

একই সুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠেও। সর্বোচ্চ আদালতের ওপর আস্থা রেখে আন্দোলনরতদের উৎসব ও পূজার আমেজ নিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একমাস তো হয়ে গেলো। আমি অনুরোধ করবো পূজায় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলবো তারাতাড়ি বিচারে ব্যবস্থা করুন।' 

মুখ্যমন্ত্রীর এই বার্তায় ক্ষুব্ধ রাজ্যের বিরোধীদলগুলো। তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত সমব্যথী হয়ে রাজ্যের মানুষের পাশে থাকা। তা না করে মানুষকে পূজার আনন্দে মাততে বলাটা রীতিমতো অপমানজনক।

তবে দোষীদের শাস্তির আওতায় আনা ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

আন্দোলনকারীদের একজন বলেন, 'আমাদের একটাই কথা আমরা ন্যায় বিচার চাই। যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ জুনিয়র চিকিৎসকরা রাজপথ ছাড়বে না।' 

আর জি কাণ্ডের জেরে নিহত নারী চিকিৎসকের পরিবারকে ১০ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। এর জেরে এবার মমতার বিরুদ্ধে আর জি কর মামলা চিরতরে ধামাচাপা দেয়ার অভিযোগ এনেছেন রাজ্যের বিজেপি ও কংগ্রেস নেতারা।

বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমরা তো শুনেছি  ১০ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী। তার পুলিশ আগে গিয়ে টাকা দেয়নি এইটা বিশ্বাস যোগ্য।'  

সোমবার ( ৯ সেপ্টেম্বর) লালবাজার ঘেরাও কর্মসূচী দিয়ে রাজপথে ছিল সিপিএমও। এ সময় সিপিএম-এর ১৪ জন কর্মীকে আটক করে পুলিশ।

আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন আর জি কর মামলার তৃতীয় শুনানি। বিশ্বকর্মা পূজার পর পরই কলকাতায় শুরু হয়ে যায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। 

পূজা পার্বণের দোহাই দিয়ে মানুষকে ঘরে ফেরাতে রাজ্য সরকার যে ষড়যন্ত্র করছে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি বিরোধীদলগুলোর। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেয়ে রাজপথ ফাঁকা করার পাঁয়তারা করছেন মমতা।

ইএ